• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৩:১৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৩:১৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আন্দোলনে নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালো কলেজ প্রশাসন

২৪ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৮:২৯

আন্দোলনে নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালো কলেজ প্রশাসন

আশিকুর রহমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত চার শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ প্রশাসন।

২৩ আগস্ট শুক্রবার দুপুরে কবি নজরুল সরকারি কলেজের চার নিহত শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারের হাতে এক লাখ টাকা করে তুলে দেন কলেজের শিক্ষকবৃন্দ। এদিন কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পটুয়াখালীর দশমিনার নিহত শিক্ষার্থী জিহাদ হোসেন, নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থী ওমার ফারুকের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এ সহয়তা তুলে দেন।

এ সময় উপস্থতি ছিলেন কবি নজরুল সরকারি কলেজে শিক্ষক অধ্যাপক মোছা. সুরাইয়া পারভীন, অধ্যাপক মোছা. সাহানা শামসুদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মো. রুহুল আমীন,  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক মো. তাইমুর হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী, অধ্যাপক মোসা. হাছিনা আক্তার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্যসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিবৃন্দ।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ ছালেহ্ আহম্মেদ ফকির এশিয়া টিভি অনলাইনকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের চার মেধাবী শিক্ষার্থীকে আমরা হারিয়েছি। আসলে এরা তো আমাদের সন্তান, এরা ছিল আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এই চার শিক্ষার্থী একদিন তাদের পরিবারে পাশে দাঁড়াতো, তাদের বাবা-মায়ের জন্য কিছু করতো। কিন্তু আজ তারা একটি ন্যায়সঙ্গত আন্দোলনে শহিদ হয়েছে। তাদের এই ত্যাগ আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই। তাই আমাদের কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও আমেরিকান হিউস্টন প্রবাসী মায়েদের সহযোগিতায় আমরা নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। অন্য আরেক শিক্ষার্থীর বাড়ি ফেনীতে হওয়ায় আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। বন্যার প্রকোপ কমে এলে আমরা তাদের পরিবারের কাছেও সহযোগিতা পৌঁছে দিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮