• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৮:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৮:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরা, বাড্ডা ও সাভা‌রে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

১৮ জুলাই ২০২৪ বিকাল ০৪:৩৫:৪০

উত্তরা, বাড্ডা ও সাভা‌রে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরা, বাড্ডা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকশ’ আন্দোলনকারী। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার উত্তরায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে সভারে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

উত্তরায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যালের চিকিৎসক ডা. রুকনুজ্জামান। তিনি বলেন, সংঘর্ষে ২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আরও শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে দুলাল মাতবর নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুলাল মাতবর পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন বলেন, মরদেহের বুকের কাছে একটি গোল ক্ষত চিহ্নিত দেখা গেছে। তবে এটি বুলেটের ক্ষত কি না, তা এখনও নিশ্চিত নই।

এদিকে সাভারে এক শিক্ষার্থী পুলিশের এপিসি ভ্যানের উপরে উঠে হামলা করতে আসায় পুলিশ তাকে গুলি করে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। তিনি বলেন, তাকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩