• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩২:৫৮ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩২:৫৮ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ

২৬ জানুয়ারী ২০২৫ রাত ১০:২৮:৫৯

বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: "কৃষক ভালো থাকলে, দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে" এই প্রতিপাদ্যে
বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

২৬ জানুয়ারি রোববার বিকাল ৪টার সময় সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক মাঠে জেলা প্রশাসকের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোছা. আঞ্জুমান সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সাদরুল ইসলাম সানি।

তিনি প্রথমেই বলেন, এরকম একটি মহতি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুুর সমিতির জেলা শাখার সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার ভাইকে ধন্যবাদ জানাই। যাদের অক্লান্ত প্রচেষ্টায় সরকারের পাশাপাশি হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য এগিয়ে এসেছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। এই অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি শীতার্ত মানুষের জন্য সমাজের বিত্তশালী মানুষদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এ বছর জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আমার সহযোগিতায় আরও বেশি করে প্রকৃত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহিন আক্তার। এছাড়া অনুষ্ঠানে উক্ত সংগঠন ও সুধি-সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৮

নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫৩



ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৫

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৯