বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধান, গম ও সরিষা কাটার জন্য ৫টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
১৯ মে রোববার ৪টায় উপজেলা পরিষদ চত্বরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে যন্ত্রগুলোর চাবি তুলে দেন।
এ সময় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছে, যা অতীতের কোনো সরকার করতে পরেনি। বঙ্গবন্ধুর সাহসী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশ।
তিনি আরও বলেন, প্রযুক্তির কল্যাণে আমাদের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কৃষি শ্রমিকের ঘাটতি রোধে বর্তমান সরকারের নতুন সংযোজন কম্বাইন হারভেস্টার।
কৃষিযন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।
বিতরণ করা ৫টি কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উপকারভোগী কৃষকরা যন্ত্রগুলো ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে সরকারের কাছ থেকে পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available