গবি প্রতিনিধি: সাভারের গণ বিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা প্রস্তাবিত সাত দফা দাবি মেনে না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে । ২৫ আগস্ট রোববার সাধারণ শিক্ষার্থীদের দেওয়া সম্মিলিত এক কেন্দ্রীয় বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দাবি বাস্তবায়নে বেলা এগারোটায় অবস্থান কর্মসূচিরও নির্দেশনা দেওয়া হয়।
এ সময় দাবি মেনে নিতে এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য প্রশাসনকে ৭ মিনিট সময় বেধে দেন তারা। প্রশাসন ঘুম থেকে উঠুন, আর সময় ৩ মিনিট, প্রশাসন জবাব চাই, বৈষম্য মানি না, প্রহসনের বিরুদ্ধে আগুন জ্বালো এক সাথে ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের প্রস্তাবিত দাবি সমূহ-
১) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর বিরোধে অবস্থান নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বহিষ্কার।
২) চলতি সেমিস্টারে ওয়েভার।
৩) সেমিস্টার পরীক্ষার সময় বর্ধিতকরণ।
৪) বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিদমন ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
৫) সকল খাতে সেমিস্টার ফি পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
৬) ধর্মীয় অনুশাসন মেনে চলার স্বাধীনতা।
৭) বাক স্বাধীনতা নিশ্চিত।
যথাবিধি দাবি আদায়ের আগে কেউ-ই শ্রেণি কার্যক্রমে ফিরবেন না। এ মর্মে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রহসন শুরু করেছে। তারা এসি রুমে বসে আলোচনা করে এসব নীতিবহির্ভূত আলোচনা শিক্ষার্থীরা চায় না। শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনায় আসতে হবে। আমাদের যৌক্তিক দাবি না মেনে নেওয়া অবধি শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবির শুধু একটা বাদে সবগুলোই মেনে নেওয়া হয়েছে। শুধু ওয়েবারের বিষয়ে ট্রাস্টিদের মতামত না নিয়ে আমি এই বিষয়ে পদক্ষেপ নিতে পারি না। শনিবার ট্রাস্টি বোর্ডের মিটিং রয়েছে, আমি এই বিষয়ে কথা বলবো।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রশাসনিক ভবনের নিচে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে উপস্থিত হয়েছেন এবং মৌখিকভাবে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আগামী কার্যদিবসে লিখিত বিজ্ঞপ্তিতে সংস্কারের বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। তবে, পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ক্লাস বয়কটের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available