• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৪:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৪:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

১২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩১:২৯

কালাইয়ে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাই উপজেলায় জামায়াতের উদ্যোগে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার বিকাল চারটায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই সমাবেশে জামায়াত নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কালাই উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এবং জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ। তিনি আগামী নির্বাচনে জামায়াতের বিজয়ের সম্ভাবনা এবং দলের লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশীদ, সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস.এম. রাশেদুল আলম সবুজ এবং জামায়াতের শুরা সদস্য মাও. নূরুজ্জামান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, জামায়াত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে একসাথে কাজ করে সাফল্য অর্জন করবে।

জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ তাঁর বক্তব্যে বলেন, আজকের এই বিশাল কর্মী ও সুধী সমাবেশ আমাদের শক্তিশালী ঐক্যের পরিচায়ক। আমরা জানি, জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শের নাম। এই আদর্শের ভিত্তিতে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই সামাজিক ন্যায়, মানবিক মূল্যবোধ এবং দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায়, তাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই।

এই সমাবেশটি ছিল জামায়াতের শক্তিশালী সংগঠন ও ঐক্যের প্রদর্শন। কর্মী ও সুধী সমাবেশে স্থানীয় মানুষদের একত্রিত করে জামায়াত তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩