• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সৈয়দপুরে কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বাড়তি দামে

২৬ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪৭:৪০

সৈয়দপুরে কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বাড়তি দামে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে হাটে বাজারে আগাম পাওয়া যাচ্ছে শীতকালীন সবজি। শীতকালীন সবজি বাজারে আসায় মানুষের মনে অনেকটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে।
যে কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪শ টাকা, তা এখন কমে এসেছে ২৪০ টাকায়। তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকা দরে। শিমের দাম ৪শ’ টাকা থেকে কমে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

২৫ অক্টোবর শুক্রবার সৈয়দপুর রেলওয়ে গেট বাজার, রেলওয়ে বড় বাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে কমেছে।

তবে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। বাজারে ব্রয়লার মুরগি ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২৯০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, লেয়ার লাল মুরগি ৩১০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি ৬৮০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২শ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, হাঁসের ডিমের ডজন ২৩০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এক কেজি শিং মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬শ’ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম ৬শ টাকা, দেশি মাগুর মাছ ১২শ টাকা, মৃগেল ৪শ টাকা, চাষের পাঙ্গাস ২২০ টাকা, চিংড়ি প্রতি কেজি ১ হাজার টাকা, কাতল ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মাছ হঠাৎ পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩