নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আমদানির খবরে গত দুইদিন দাম কিছুটা কমলেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। এক রাতের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ২২০ থেকে ২৮০ টাকা। এখন প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪৮০ টাকা। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা।
৫ জুলাই বুধবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত দুইদিন ছিলো ২০০ থেকে ২৬০ টাকা।
রাজধানীর সিপাহীবাগ বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের মত কৃষিপ্রধান দেশে কাঁচা মরিচ কিনতে হচ্ছে ৫০০ টাকা করে, এর চেয়ে ভয়ংকর আর কি হতে পারে?
একই প্রশ্ন তুলে রামপুরা বাজারের এক ক্রেতা বলেন, পেঁয়াজের পর কাঁচা মরিচকে নিয়ে চলছে তামাশা। তা না হলে একদিনের ব্যবধানে মরিচের দাম কেমনে ২০০ টাকা থেকে ৫০০ টাকা হয়? এগুলো দেখার কি কেউ নেই?
কারওয়ান বাজারের ব্যবসায়ী ফজলুল হক বলেন, বৃষ্টি-বন্যার কারণে কাঁচা মরিচের সরবরাহ কম। ভারত থেকে যে পরিমাণ মরিচ আসার কথা ছিলো, সে পরিমাণ আসেনি। চাহিদার তুলনায় মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।
এদিকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বলে দাবি করছেন ক্রেতারা।
এর আগে, ঈদের সময় দেশের কোথাও কোথাও ৬০০ টাকা থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available