• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফিচার

কাপ্তাইয়ে কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনা

২ জুন ২০২৪ সকাল ১০:২৯:২৫

কাপ্তাইয়ে কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনা

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২১ সালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজুবাদাম ও কফি চাষ শুরু হয়। এখন পর্যন্ত উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে কফি ও কাজুবাদামের চাষ করা হয়েছে। 

এর মধ্যে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া ব্লকে কাজুবাদামের কয়েকটি বাণিজ্যিক বাগান স্থাপন করা হয়। এসব বাগানে রাইখালী ইউনিয়নের ১০ জন কৃষকের ৫০ একর জমিতে প্রায় ৭ হাজার এম-২৩ জাতের কাজুবাদাম গাছের চারা রোপণ করা হয়েছিল।

চারা রোপণের তিন বছরের মাথায় প্রায় পাঁচ হাজার গাছে ফুল আসে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছে এ বছর ফল এসেছে। বাগানে পানি সরবরাহের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প থেকে গাছে পানির পাইপ লাইনসহ চারটি সোলার ডিপ ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। পানির ট্যাংক এবং পাইপ লাইনের মাধ্যমে গাছের গোড়ায় পানি দেয়া হচ্ছে।

২ জুন রোববার সকাল ৯টায় রাইখালী কারিগর পাড়ার ঐ কৃষি ব্লকের বাণিজ্যিক বাগানে গিয়ে দেখা যায়, পাহাড়জুড়ে রং বেরঙের    কাজু আপেল এর সাথে কাজুবাদাম ঝুলে আছে। দৃষ্টিনন্দন এই বাগানের বিভিন্ন অংশ ঘুরে একই চিত্র দেখা যায়।

এ সময় কথা হয় কৃষক অংসুই উ মারমা, উসাই মারমা, পাইসুই খই মারমা এবং সাজাই প্রু মারমা সাথে। তাঁরা বলেন, এত দ্রুত আমরা কাজু বাদামের ফলন পাবো সেটা প্রত্যাশা করি নাই। উপজেলা কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধান এবং ধারাবাহিক পরিচর্যায় আমরা খুব ভালো ফলনের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান আহমেদ কারিগর পাড়া কাজুবাদাম বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে। অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উচ্চ মূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে চাষ উপযোগী কাজুবাদাম ফসলের চাষাবাদ দিনকে দিন জনপ্রিয় হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ এবং প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের প্রত্যক্ষ সহযোগিতা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩