কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: প্রাকৃতি সৌন্দর্য, পাহাড়, লেক বিচিত্র পশু-পাখি ও সবুজ অরণ্যে ভরপুর রাঙ্গামাটির কাপ্তাই। স্বাভাবিক সময়ে এখানে পর্যটকদের অবাধ বিচরণ ছিলো। কিন্তু সেই কাপ্তাই এখন পর্যটক শূন্য। এই সেক্টরে কর্মরত লোকদের বেতন দিতে পারছে না পর্যটন কেন্দ্রের মালিকরা। দীর্ঘ এক মাস যাবৎ দেশের বিরাজমান পরিস্থিতির ফলে একে একে বন্ধ হতে যাচ্ছে কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র ও আবাসিক হোটেল-রেস্তোরাঁ।
ভ্রমণ পিপাসুদের জন্য কাপ্তাইয়ে পর্যটন ব্যবসায়ীরা লাখ লাখ টাকা ব্যয় করে বিভিন্ন রঙে সাজিয়ে রেখেছে পর্যটন কেন্দ্রগুলো। সামনে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে মন ফ্রেশ করতে অনেকেই ছুটে আসবে এই পর্যটন নগরীতে। কিন্ত সে আশা, নিরাশায় পরিণত হয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে দেশে হরতাল-অবরোধ হওয়ায় কাপ্তাইয়ে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে।
কাপ্তাই নিসর্গ ভ্যালি পড হাউসের পরিচালক মো. সরোয়ার হোসেন বলেন, লাখ লাখ টাকা ব্যয় করে বসে আছি পর্যটক আগমনের অপেক্ষায়। কিন্ত দেশের বিরাজমান পরিস্থিতির ফলে এখন পর্যটকের আগমন বন্ধ হয়ে গেছে। ফলে ৩০ থেকে ৪০ জন স্টাফের বেতন দিতে পারছি না।
আপস্টিম গ্রীণ রিভার ভিউ গেস্ট হাউজের ম্যানেজার মো. ইসমাল হোসেন জানান, ১ মাস যাবৎ কোনো বুকিং নেই।
বন বিভাগ থেকে পরিচালিত প্রশান্তি পার্ক টিকিট কাউন্টারের ম্যানেজার মো. ওসমান গনী জানান, ২৮ অক্টোবরের পর থেকে এ যাবৎ কোনো টিকিট বিক্রি হচ্ছে না। একেবারে পর্যটক শূন্য হয়ে পড়েছে। তাই অলস সময় পার করছি। স্থানীয় লোকজন মাঝে মধ্যে আসে। তাদের কাছে ২শ’ থেকে ৩শ’ টাকার টিকিট বিক্রয় হয়।
এরকম চলতে থাকলে এ অঞ্চলের পর্যটন শিল্পে ব্যাপক ধ্বসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available