বাগেরহাট প্রতিনিধি: প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাগেরহাট স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শনিবার দিনব্যাপী বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৬১২ এবং ৬১৩ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সটি উদ্বোধন করেন মো. নাজমুল হক, সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই বাগেরহাট।
কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডামেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৬১২ তম কোর্সের কোর্স লিডার ছিলেন শেখ হায়দার আলী বাবু এলটি, প্রশিক্ষক হিসাবে ছিলেন এ.কে.এম শফিক সোহাগ এ এলটি, সিরাজুল ইসলাম এ এলটি, মো. ফজলুর রহমান রিপন উডব্যাজার এবং ৬১৩-তম কোর্সের কোর্স লিডার ছিলেন মো. আসাদুল কবীর এলটি, অজয় কুমার বিশ্বাস এ এলটি, সেখ সাকির হোসেন উডব্যাজার এবং মো. সোহরাব হোসেন উডব্যাজার।
এই কোর্সে মোট ৯০জন বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available