সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। ইস্পাত কারখানার পরিত্যক্ত বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণ করা ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়।
১৭ এপ্রিল বুধবার বিকালে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available