নবীগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. ফারক আহামদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
২০ মে সোমবার রাতে দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাওয়া একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী চিঠিতে স্বাক্ষর করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘বিএনপি জাতীয় স্থায়ী কমিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণের পরেও ৪র্থ দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এহেন মনোবৃত্তি দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে এর যথাযথ লিখিত জবাব কেন্দ্রীয় বিএনপির প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।’
এ বিষয়ে নির্বাচনে অংশগ্রহণ করা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক আহামদ বলেন, ‘এ ধরনের নোটিশ সম্পর্কে অবগত নই। আমি দলমত নির্বিশেষে জনগণের স্বার্থে কাজ করছি, সকল মহলেই আমার ব্যাপক একটি জনসমর্থন রয়েছে। তাই জনগণের সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন করছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available