• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৮:১২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৮:১২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এখনও নিস্তব্ধ সৈয়দপুর

২৮ জুলাই ২০২৪ বিকাল ০৫:২৪:৩৬

এখনও নিস্তব্ধ সৈয়দপুর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: কোটা সংস্কারের আন্দোলনের সময় নীলফামারীর সৈয়দপুর শহরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। এখনও কাটেনি সেই রেশ। ফলে সৈয়দপুর এখন নীরব নিস্তব্ধ এক শহর।

পুলিশ-ছাত্রদের সংঘর্ষে ফাঁকে অগ্নিসংযোগ করা হয় পুলিশ বক্সে। এসময় পুলিশের একটি পিস্তল, একটি শর্টগান, একটি রাইফেল এবং ৬ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটে।

সহিংসতা চলাকালে আহত হন ১০ পুলিশ সদস্য। সাথে ২০ থেকে ৩০ জন ছাত্রও আহত হয়।

শহরের বিভিন্ন স্থানে এখনও টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা। মানুষের চলাফেরায় বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট একটি সময়।

এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে করা হয় তিনটি মামলা দায়ের। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম জানান, লুট হওয়া এখনো একটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি আমরা উদ্ধার করতে পারিনি। আহত পুলিশ সদস্যরাও সুস্থ হয়নি।

নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, যারা অপরাধের সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেফতার করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০