কক্সবাজার প্রতিনিধি: হত্যা চেষ্টা মামলায় বহুল আলোচিত-সমালোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২১ আগস্ট বুধবার বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলেও কোন রিমান্ড শুনানি হয়নি।
স্থানীয়রা জানান, কক্সবাজার-উখিয়া-টেকনাফের আলোচিত ইয়াবা ও চোরাচালান মাফিয়া ডন ছিলেন বদি ও তার পরিবার। এছাড়া তার নিকটতম আত্নীয়স্বজনরাও তার সেল্টারে ইয়াবা পাচারে জড়িত, এমনকি তার শ্বশুড়বাড়ির কয়েকজন জনপ্রতিনিধিও এর সাথে জড়িত।
সরকার পতনের পর টেকনাফ থানার সহিংসতা ও হত্যা চেষ্টার একটি মামলায় তাকে আদালত কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করেন।
আইনজীবীরা জানিয়েছেন, টেকনাফ থানা থেকে রিমান্ডের আবেদন পৌঁছাতে দেরি হওয়ায় কোনো শুনানি হয়নি। পরবর্তীতে আদালত রিমান্ডের আবেদন পেলে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল চট্টগ্রাম শহরের জিইসি মোড়ের একটি বাড়ি থেকে আব্দুর রহমান বদিকে আটক করে র্যাবের একটি টিম। পরবর্তীতে তাকে টেকনাফ থানায় নেওয়া হয়। সেখান থেকে আজ বিকেল তিনটায় কক্সবাজার আদালতে নিয়ে আসা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available