• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০১:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০১:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা হত্যাকাণ্ডে বিএনপির আরও ৫ নেতা কারাগারে

২৫ এপ্রিল ২০২৪ সকাল ১০:৩৩:০০

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা হত্যাকাণ্ডে বিএনপির আরও ৫ নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির আরও ৫ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

তারা হলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ওই ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সুজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারী ও ইউনিয়ন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন।

২৪ এপ্রিল বুধবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেলাল হোসাইনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরে বিকেলেই পুলিশ পাহারায় ৫ আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগের দিন মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খান লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এদিকে, বুধবার দুপুরে বিএনপি নেতাদের কারামুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে লালমনিরহাট জেলা বিএনপি। শহরের বিডিআর রোডে জেলা বিএনপির কার্যালের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষের সময় শ্রমিক নেতা জাহাঙ্গীরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন  অবস্থায় মারা যান শ্রমিক নেতা জাহাঙ্গীর।

এ ঘটনার ৩দিন পর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরো ৩শ' থেকে ৪শ' জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার কারাগারে পাঠানো আসামিরা এজাহার নামীয় আসামি ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩