আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কারা মুক্তিতে ও ছাত্র আন্দোলনে ফেসিস্ট সরকারের পতনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়েছে।
১২ আগস্ট সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আলিক মহাসড়কের হাসপাতালের গেট থেকে শুরু করে পৌরসভার আল-হেলাল মোর হয়ে বাধঘাট চৌরাস্তায় গিয়ে মিছিলটি শেষ হয়।
আনন্দ মিছিল প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন- বরগুনা জেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. শাকিল আহমেদ, বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল শিকদার ও আমতলী যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল আহমেদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ছাত্র-ছাত্রীদের স্মরণ করে তারা বলেন, দেশ বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছে তাদের হুঁশিয়ারি দেই। যদি কেউ এমন কর্মকাণ্ড করে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিরোধী কর্মকাণ্ড চালালে আমরা প্রতিহত করা হবে বলেও জানান বক্তারা।
উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাশীন দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়। তিনি দেশত্যাগের পরপরই একটি মহল হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তাদেরকে কঠিন হাতে প্রতিহত করার ব্যাপারে প্রতিজ্ঞা করা হয় সমাবেশ থেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available