ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন।
তিনি বলেন, সোমবার জামিনের কাগজপত্র কারাগারে এলে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে একনজর দেখতে কাশিমপুর কারাগারে ছুটে যান টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার শতশত নেতাকর্মী। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
মুক্তি পাওয়ার পর আব্দুস সালাম পিন্টু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমেই রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে পিন্টু বলেন, “এই দীর্ঘ সংগ্রামের পথে আপনারা আমার পাশে থেকেছেন। আমি আপনাদের এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমাদের সকলের লক্ষ্য দলকে আরও শক্তিশালী করে তোলা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available