রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে কিশোর গ্যাং লিডারসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৫। ৬ মার্চ বুধবার দিবাগত গভীর রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়ায় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- সাব্বির কানা (২১), তন্ময় ইসলাম (২৫) ও নাজমুল (২৩)। তারা সবাই মহানগরের চন্দ্রিমা ছোটবনগ্রাম স্কুল মোড়ের বাসিন্দা।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়ায় কিশোর গ্যাং সদস্যরা মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় তারা। তাদের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং সদস্যরা কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় র্যাবের টিম ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। অপর ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪টি টিপ চাকু, ১টি কাঠের টুকরা, ৩টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পলাতক ও আটক আসামীরা কানা সাব্বিরের নেতৃত্বাধীন একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে সেবন করে। ওই দিন তারা ঘটনাস্থলে অবস্থান করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছিল। এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available