নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান ৫০ নং ওয়ার্ডের ৪ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ টিপুর উপর হাওয়াই রোডের চিহ্নিত মাদক ব্যবসায়ী সজীব মজুমদার ও শাওন মজুমদারের ছোট ভাই কিশোর গ্যাং নেতা সাজু ও দিপুর নেতৃত্বে হামলা করা হয়েছে। হামলায় হেলাল আহমেদ টিপু মারাত্মকভাবে জখম হন।
এ ঘটনায় দক্ষিণখান থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন তিনি।
এদিকে হেলাল আহমেদ টিপু বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজমপুর রেলগেটের চাঁদাবাজি এবং কসাইবাড়ি রেলগেটের আশেপাশের দোকানে চাঁদাবাজির মূল হোতা এই হেলাল। হেলালের নিয়ন্ত্রণে এতদিন চলছিল এসকল লাইন। চাঁদাবাজির বাঘ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা হতে পারে মনে করছেন স্থানীয়রা।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, ৩ এপ্রিল বুধবার বিকাল ৩টায় বিবাদী নাহিদ ফোন করে ৪ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ টিপুকে জরুরি কিছু কথা আছে বলে ৫০ নম্বর ওয়ার্ডের আজমপুর কাঁচাবাজার মুক্তিযোদ্ধা রোডে আসতে বলে। বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে হেলাল আহমেদ মুক্তিযোদ্ধা রোডে আসার পর নাহিদ, শাওন, সাজু, দিপু ও আরাফাতসহ ১০-১২ জন দা, লাঠি, লোহার রড দিয়ে টিপুর উপর আক্রমণ করে। এ সময় টিপু চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সজীব মজুমদার ও শাওন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের যন্ত্রণায় এলাকার মানুষ অতিষ্ঠ। এদের নেতৃত্বে চলে এলাকার কিশোর গ্যাংয়ের উৎপাত। কথায় কথায় হত্যার হুমকি এবং সাধারণ মানুষের গায়ে হাত তুলতে তারা দ্বিধা করে না। কয়েক বছর আগে শাজুর বড় ভাই সজীব মজুমদারকে মাদকসহ দক্ষিণখান থানা পুলিশ গ্রেফতার করতে গেলে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদের অত্যাচার থেকে রেহাই পেতে এলাকার সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available