মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। ২৮ জুলাই রোববার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলো, মান্দা উপজেলার কোচড়া উত্তরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাসেল, নবগ্রামের জিল্লুর রহমানের ছেলে হৃদয় প্রামাণিক, আলমগীর প্রামাণিকের ছেলে মনির, নবগ্রাম পালপাড়ার সুদেব চন্দ্র পালের ছেলে শুভ কুমার ও নবগ্রাম কালাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে লিটন সরকার।
জনতার হাতে আটক হওয়া কিশোর গ্যাংয়ের ওই সদস্যদের শনিবার সন্ধ্যায় পাঁঠাকাটা বাজার থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে পাঠাকাটার রহিম শেখের ছেলে আনোয়ার হোসেন পার্শ্ববর্তী বিনোদপুর গ্রামের আহাদ আলীর ছেলে সামছুল হককে হত্যা করার জন্য মান্দা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে। শনিবার দুপুরে ৩টি মোটরসাইকেল যোগে কিশোর গ্যাংয়ের ৭ জন সদস্য চাইনিজ কুড়াল, স্টিলের পাইপ, চাকুসহ বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পাঁঠাকাটা বাজারে সামছুল হকের উপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুটি মোটরসাইকেল যোগে আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন পালিয়ে যায়। বাকী ৫ জনকে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক করে পুলিশে খবর দিলে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সামছুল হক ৬ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতনাম ৪-৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। তিনি বলেন, আটকদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available