রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরিচালনায় ডা. এস এম কাউসার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে শনিবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কেটাগরিতে ২০২ জন শিক্ষার্থীকে বৃত্তির পুরস্কার হিসেবে নগদ টাকা, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরীক্ষার প্রধান পৃষ্টপোষক ডা. এস এম কাউসার ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম ও অর্থ সম্পাদক মাওলানা করিম উদ্দিন হাসান।
অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুল আবছার, সহ সাধারণ সম্পাদক কাজী মো. লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. জানে আলম, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, নির্বাহী সদস্য ছানোয়ারা বেগম, অভিভাবক প্রতিনিধি ফিরোজ আলম প্রমুখ।
প্রথমেই পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শিক্ষার্থীরা গান, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন। শেষে ৫ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, ৪৭ জনকে ট্যালেন্টপুল, ৫১ জনকে প্রথম গ্রেড এবং ৯৯ জনকে সাধারণ গ্রেডসহ মোট ২০২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে এই বৃত্তি কার্যক্রম চলে আসছে বলে জানান আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available