• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৯:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৯:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

গোপালপুরে টিফিনের টাকায় রাস্তা সংস্কার করছে শিক্ষার্থীরা

২০ অক্টোবর ২০২৪ সকাল ০৮:০৫:৪৬

গোপালপুরে টিফিনের টাকায় রাস্তা সংস্কার করছে শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে প্রায় ১৪ বছর ধরে বেহাল সড়কে দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের বারবার তাগাদা দিয়েও কোনো সুরাহা পায়নি তারা। টিফিনের টাকা জমিয়ে রাস্তা সংস্কার করছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন এই শিক্ষার্থীরা।

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা বাজার থেকে সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। পুরো রাস্তাই খানাখন্দে ভরা। রাস্তার পাশে গজিয়ে উঠেছে ঘন জঙ্গল। কয়েকটি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন এ রাস্তা দিয়ে।

রাস্তার অবস্থা খারাপ হওয়ায় কোন যানবাহন চালক এই রাস্তায় আসতে চান না।  সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে যায়। এ কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের। ইতিপূর্বে এলাকাবাসী জনপ্রতিনিধিদেরও রাস্তাটির দুরবস্থার কথা জানালে তারা কর্ণপাত করেন নাই।

দেশের পটপরিবর্তনের পর এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার ছাত্ররা। নিজেরাই নেমে পড়েছেন রাস্তা সংস্কারের কাজে। স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে ওই এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা। টিফিনের টাকা বাঁচিয়ে মানুষের দুর্ভোগ লাঘবে এ কাজ করেছেন তারা।

শিক্ষার্থীরা জানান, এলাকার রাস্তা দিয়ে চলাচল করা যায় না এতো বেহাল দশা। স্কুলে যেতে আমাদের কাঁদা পাড়িয়ে যেতে হয়। কোন রোগী নিয়েও যাওয়া যায় না। এজন্য আমরা ছাত্ররা নিজেদের টিফিনের টাকা জমিয়ে এ রাস্তা সংস্কার করেছি। সবাই আমাদের পাশে দাঁড়ালে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো। 
ভক্সপপ-১- শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, জনপ্রতিনিধিরা সবাই আমাদের আশা দিয়েছেন কেউ রাস্তা করে দেননি। কিন্তু এলাকার ছাত্ররা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে আমাদের এলাকার রাস্তা সংস্কার করে দিচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। রাস্তাটি সংস্কার হলে দীর্ঘদিন দুর্ভোগ দূর হবে।

ইউএনও মো. নাজমুল হাসান জানান, ছাত্রদের প্রশংসনীয় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এই রাস্তাটি সরকারি উদ্যোগে পাকা করে দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন। বেহাল দশার এ রাস্তার সংস্কার করে দেয়ার ফলে এলাকার ছাত্ররা পুরো উপজেলায় প্রশংসিত হচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২