• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১১:২১:২২ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১১:২১:২২ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় সবজির বাজারে ধস, ফুলকপি ৩ টাকা ও মূলা কেজি ৫ টাকা

২৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:০১

বগুড়ায় সবজির বাজারে ধস, ফুলকপি ৩ টাকা ও মূলা কেজি ৫ টাকা

বগুড়া প্রতিনিধি: শীতের সবজিতে ভরপুর উত্তরবঙ্গের বিখ্যাত সবজির পাইকারি বগুড়ার মহাস্থানহাট। শীত মৌসুমে মহাস্থানহাট প্রাঙ্গণে প্রচুর পরিমাণে শীতের সবজি দেখা গেছে৷ ডিসেম্বরের শুরুতেই সবজির দাম অনেক বেশি ছিল। বাজারে ব্যাপক আমদানির ফলে দামে ধস পড়েছে বগুড়ার বিখ্যাত পাইকারি মোকাম মহাস্থানহাটে। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এলেও অস্বস্তির নিশ্বাস ফেলছেন কৃষকেরা।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় মহাস্থানহাটের সরেজমিনে গিয়ে দেখা যায়, অটোভ্যান, ভটভটি, মিনি ট্রাক ও হলার যোগে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা তাদের ক্ষেতের উৎপাদিত শীতের সবজি নিয়ে মহাস্থানহাটে বিক্রির জন্য এসেছেন। শীতের চমকপ্রদ সবজির তরতাজা দৃশ্যটি দেখে মনে হচ্ছিল কৃষকদের যেন এক মিলন মেলা। হাটের এপাশ থেকে ওপাশ পর্যন্ত সবজি আর সবজি। বগুড়ার এ হাটে এতটাই সবজির আমদানি যে হাটের জায়গা সংকুলান না হওয়ায় রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অন্য সবজিবাহী যানবাহনদের অপেক্ষার প্রহর গুণতে হয়। এ সবকিছুই যেন সাজানো গুছানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাজারে সবজি নিয়ে এসে কৃষকদের এখন পরিবহন খরচ মিলছে না। কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুর্দশা আর হতাশায় ভুগছেন এ অঞ্চলের কৃষকরা।

কৃষক আজিবার রহমান বলেন, আমাদের উৎপাদিত সবজি আমরা মহাস্থানহাটে বিক্রি করি। কিন্তু বর্তমানে যেভাবে সবজির দাম কমে গেছে তাতে আমাদের পরিবহন খরচ নিজের পকেট থেকে দিতে হবে।

কৃষক সুজন মিয়া জানান, ২০শতক জমিতে ফুল কপি চাষ করেছি। লাভ তো দূরের কথা খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এ বছরে তেল, সার কীটনাশক ও বীজের আকাশ ছোঁয়া দাম ছিল। এ কারণে সবজি উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি হয়েছে। এমতাবস্থায় বাজার পরিস্থিতি এমন থাকলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই। শুধু কৃষকেরাই নয় বাজার এমন ধসের কারণে খুচরা বিক্রেতাও ধাক্কা খাচ্ছেন।

খুচরা সবজি বিক্রেতা শ্রী নির্মল রাজভর জানান, সবজির দাম বেশি থাকলে তাদের লাভও ভালো হয়। আগে এক কেজি সবজি বিক্রি করলে ৫ থেকে ১০ টাকা লাভ হতো। সেখানে সবজির প্রতি কেজি যদি ২ থেকে ৫ টাকা হয় তাহলে লাভ কীভাবে হবে। যে দামে সবজি কিনছি রাতেই তার দাম অর্ধেকে নামছে। সবজির দরপতনের কারণে আমাদের চালান তোলা কঠিন হয়ে পড়েছে।

মহাস্থান সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, ফুল কপি ৩ টাকা কেজি (১২০ টাকা মণ) , মূলা ৫ টাকা কেজি (২০০ টাকা মণ) প্রতি কেজি নতুন আলু ৫০ টাকা কেজি (২ হাজার টাকা মণ), টমেটো, ৫০ টাকা কেজি, ৪০ টাকা কেজি, কাঁচা মরিচ ৩০ টাকা, বরবটি ২০ থেকে থেকে ৪০ টাকা, শসা ৩০, করলা ৫০ টাকা কেজি, পটোল ৩০ থেকে ৫০ টাকা কেজি, বিচিওয়ালা শিম ১৫ টাকা কেজি, গোল বেগুন ২০ থেকে টাকা কেজি, পেঁপে ২০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি, পাতা পেঁয়াজ ২৫ টাকা কেজি, ধনে পাতা ২০ টাকা কেজি। হাটে অন্যান্য সবজির দাম নিম্নমুখী দেখা গেছে।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, শীত শুরুতেই সবজির দাম ছিল স্বাভাবিক। হঠাৎ ২ দিনে বাজার ধস নেমেছে৷ প্রয়োজনের চেয়ে অধিক সবজি হাটে দেখা গেছে। মহাস্থান হাটের সবজি প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। শীত মৌসুমে সবজির কারণে মহাস্থান হাটে কর্মস্থান যুগিয়েছে শতশত নারী-পুরুষ শ্রমিকদের৷ সুফল ঘটেছে পরিবহন ব্যবসায়ীদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১