কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি নুরুল হক বয়াতীর বাড়ির সামনে খালের মধ্যে ৩৫ বছরের পুরোনো বাঁধ রক্ষার্থে শত শত কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার সকালে স্থানীয় কৃষকদের আয়োজনে কালকিনি খাশেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
কৃষকদের কাছ থেকে জানা যায়, উপজেলার শিকারমঙ্গল ও এনায়েতনগর ইউনিয়ন মধ্যেবর্তী মাঝেরকান্দি গ্রামের নুরুল হক বয়াতীর বাড়ি সংলগ্ন খালের মধ্যে ৩৫ বছর আগে থেকেই বাধ দিয়ে কৃষি কাজ করে আসছে এই দুই ইউনিয়নের প্রায় ৩ হাজার কৃষক।
আজ ৩৫ বছর পর প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয় দ্রুত সময়ের মধ্যে খালের বাঁধ কেটে খাল পরিষ্কার করার জন্য। এ খবরের পর স্থানীয় কৃষকরা খালের বাঁধ রক্ষার্থে মানববন্ধন করে এবং শতাধিক কৃষক স্বাক্ষরিত একটি আবেদন পত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন।
এ সময় কৃষক এমদাদ হোসেন বলেন, আমরা ৩৫ বছর যাবত এই খালে বাঁধ দিয়ে ৩টি ইরি ব্লকে ইরিধানের চাষাবাদ করি। কিন্তু এখন শুনতাছি এই বাঁধ নাকি কেটে ফেলা হবে। আমাদের দাবি আমাদের কৃষক ও কৃষি বাঁচাতে চাইলে আমাদের এই বাঁধ রাখতে হবে।
আরেক কৃষক আ. রহমান ব্যাপারী বলেন, আমরা আজ মানববন্ধন করছি আমাদের দাবিটা যেন সরকার রাখেন। কারণ আমরা সাধারণ কৃষক কৃষি কাজ করেই আমাদের সংসার চলে এই বাঁধ যদি কেটে ফেলে তাহলে আমাদের কৃষি কাজ করা বন্ধ হয়ে যাবে। আমরা প্রায় তিন হাজার কৃষক কৃষি কাজ নিয়ে বিপদে পড়বো।
অন্য একজন কৃষক বেল্লাল হোসেন বলেন, সরকার এই বাধ কাটার আগে নদী থেকে যে পানি আসে আগে সেই নদী খনন করে পানি আনার ব্যবস্থা করুক। তারপর পানি আসলে বাধ কাটুক, এর আগে যেন বাঁধ না কাটে এ জন্য আমরা সাধারণ কৃষক সরকারের কাছে আকুল আবেদন করছি।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, এলাকাবাসী যে খালের উপরে বাঁধ রক্ষার জন্য মানববন্ধন করেছেন তা আমরা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। খালের উপরে নির্মিত এ বাধটি অনেক পুরাতন ও অনেক প্রয়োজনীয় যা মানুষের কৃষি কাজের জন্য নিত্যদিনের দরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available