বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের সদরে নদীর পাড় থেকে আজমির শেখ (৪৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার অর্জুনবাহার এলাকার দড়াটানা নদীর পাড়ে আজমির শেখের দেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। নিহত আজমির শেখ সদর উপজেলার ডেমা ইউনিয়নের হাসেম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার আজমির শেখ বড় বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় আশিকের মাছের ঘেরের বাসায় বসে তাস খেলছিল। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় কিছু লোকজন আসলে তারা গা ঢাকা দেয়। এসময় পুলিশ মধু শরীফকে গ্রেফতার করে নিয়ে যায়।
এলাকাবাসী আরও জানান, মূলত মধু শরীফের ভাই খোরশেদ শরীফকে হত্যার উদ্দেশ্যে আসছিল সন্ত্রাসীরা। কিন্তু ভুলক্রমে আজমীর শরীফকে অতর্কিতভাবে হামলা করে তাকে নদীতে ফেলে দেয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এলাকাবাসী।
নিহত আজমির শেখের ছেলে ওমর ফারুক বলেন, আমার পিতা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। কারো সাথে কোনো শত্রুতাও ছিল না। আমরা দুই ভাই ঢাকায় চাকরি করি মা প্রবাসী। মঙ্গলবার বাঁশবাড়ি এলাকায় তাস খেলতে আসছিল আমার পিতা। কিন্তু সন্ত্রাসীরা কি কারণে আমার পিতাকে হত্যা করেছে তার সঠিক কারণ জানতে পারছি না। ঘটনার সঠিক তদন্ত করে পিতা হত্যার বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে খোরশেদ শরীফের স্ত্রী হালিমা খাতুন বলেন, মঙ্গলবার রাতে পুলিশ আমাদের বাড়িতে আসে। আমার দেবর প্রতিবন্ধী মধু শরীফকে আটক করে। এ সময় স্থানীয় কামরুল, ইদ্রিস তালুকদার, রুবেল, জাহিদ, সগীর, মারুফসহ ২০-২৫ জন সন্ত্রাসী উপস্থিত ছিল। সন্ত্রাসীরা আমার পেটের উপর লাথি মারে ও হুমকি দিয়ে বলে তোর স্বামীকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি।
মধু শরীফ ও খোরশেদ শরীফের মা হালিমা বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলে মধু শরীফকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে গেছে। আবার ছেলে খোরশেদ শরীফকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু আজমির শেখকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। তিনি তার ছেলেদের জীবনের নিরাপত্তা ও হত্যাকারীদের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ নমুনা সংগ্রহ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে । প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available