• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩১:৫৪ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩১:৫৪ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

কৃষি

মানিকগঞ্জের শিবালয় কৃষক দলের কর্মী সমাবেশ

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২২:১৯

মানিকগঞ্জের শিবালয় কৃষক দলের কর্মী সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় কৃষকদের অধিকার নিশ্চিত করতে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃষকরা তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেন।

১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসেটিয়া ও রাতে শিবালয় মডেল ইউনিয়নের আরিচা ঘাট কৃষক দলের উদ্যোগে পৃথক দুটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কৃষকরা একত্রিত হয়ে তাদের দাবির পক্ষে একযোগ প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রতিজ্ঞা করেন।

কৃষক সমাবেশে একেএম সামছুল আলম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল বারেক, মো.ফরিদুল ইসলাম নিলয়, সহসাধারন সম্পাদক বেপারী মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, উপজেলা যুবদল আহবায়ক মো. হোসেন আলীর, সদস্য সচিব মো. সোহেল রানা,  স্বেচ্ছাসেবক আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষকদল নেতা আলমঙ্গীর হোসেন বাদলসহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কৃষি খাতে সরকারের সহায়তা বৃদ্ধি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, কৃষকরা দেশের প্রকৃত উন্নয়নের কারিগর। তাদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, সারা দেশের ন্যায় মানিকগঞ্জের কৃষকদের অধিকার আদায় এবং কৃষির সার্বিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সমাবেশে মহাদেবপুর ও শিবালয় মডেল ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগে পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেন।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬