• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নবাবগঞ্জে কৃষিজমির মাটি বিক্রি অব্যাহত

১৯ মে ২০২৪ সকাল ০৯:০৯:৪৮

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নবাবগঞ্জে কৃষিজমির মাটি বিক্রি অব্যাহত

নবাবগঞ্জ প্রতিনিধি:  ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা চালনাই চকে কোনভাবেই থামছে না কৃষি জমির মাটি বিক্রি। ফলে, দিনদিন কমে যাচ্ছে এখানকার কৃষি উৎপাদন। মাঝিরকান্দা চালনাই চকে বেশ কয়েকবছর ধরে ফসলি জমি কেটে উর্বর মাটি বিক্রি করা হচ্ছে পাশের ইটভাটায়।

এই এলাকায় বেশ কয়েকটি ইটভাটা থাকায় এসব মাটি সহজেই রাতের আঁধারে ইটভাটায় বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা। এভাবে দিনদিন এই এলাকায় কৃষি খাত হুমকির মুখে পড়ছে।

কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে কয়েকজনকে আটক করে দণ্ডাদেশ দেয়া হয়। তারপরও বন্ধ হয়নি মাটি কেটে বিক্রি। চলতি মৌসুমেও এই এলাকায় বেশ কয়েকটি স্পটে কৃষি জমি কেটে বিক্রি করা হয়েছে। স্পট থেকে মাটি কেটে প্রধান সড়কে নিয়ে আসার জন্য মাটিবাহী গাড়ি যাতায়াত করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদের জমি। কোনো কৃষককে টাকা, আবার কাউকে সার দেবে বলে গাড়ি নেয়া হচ্ছে জমির উপর দিয়ে৷

১৮ মে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে মাটি কাটার চিত্র। এই এলাকায় মাটি বিক্রির নেপথ্যে কারা এবং সিন্ডিকেট প্রধানকে এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন। অভিযান হলে আটক হয় মাটিবহনকারী বা ভেকু গাড়ি ড্রাইভার। কিন্তু মূলহোতারা রয়ে যায় পর্দার আড়ালে।  

উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ভেকু দিয়ে এভাবে ফসলি জমির টপসয়েল কেটে নেওয়া হলে আগামীতে নবাবগঞ্জে কৃষি উৎপাদন কমে যাবে। কৃষি জমি রক্ষা এবং ফসল উৎপাদন টিকিয়ে রাখতে এখন থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে।

এ বিষয়ে জানতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩