পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে সম্পত্তির জের ধরে ভয়াবহ সংঘর্ষে মহিলাসহ চারজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহতের ভাই রফিকুল ইসলাম পাটগ্রাম থানায় আবু তালেব, বাইজিদ হোসেন, কাইয়ুম হোসেন, সোহাগ হোসেন, ইয়ামিন হোসেন, ইমরান হোসেন, সুইটি বেগম ও পিয়াসী বেগমকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবের গ্রামের মৃত আছিমুদ্দিন, তার ছেলে ও একই এলাকার মৃত. আজিমুদ্দিন ছেলে আ. জলিলের সাথে সম্পত্তি নিয়ে দির্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে।
৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টা সময় ভোগদখলীয় তফসীল বর্ণিত জমিতে সেচের ড্রেনে কেন্দ্র করে আ. জলিল কোদাল দিয়ে মাটি ফেলতে থাকলে সহিদুল ইসলাম জলিলকে বাধা প্রদান করে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গুছিয়ে রাখা লাঠিশোটা, লোহার রড, ছোড়া, কোদাল ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করে।
এ সময় সহিদুলের স্ত্রী উম্মে কুলছুম এবং রফিকুল ইসলামের স্ত্রী মৌসুমীর এগিয়ে গেলে তাদেরকেও বেধরক আঘাত করে। মহিলাদের বুকের উপর বসে গলা টিপে ধরে কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল জোর পূর্বক ছিনিয়া নেয়। সোহাগ ও বায়েজিদ নামের ২ জন উম্মে কুলছুম মৌসুমী ও ফাতেমা আক্তারের পড়নের কাপড় ও ব্লাউজ টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়।
পাটগ্রাম থানা অফিসার ইনর্চাজ আবু সাইদ চৌধারী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। খুবই দ্রুত আসামীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available