মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তিনি এবার পঞ্চম বারের মতো দলীয় টিকেট পেয়েছেন। এর আগে ড. আব্দুর রাজ্জাক এমপি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর থেকে তিনি কৃষি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করেছেন।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে পাহাড়ি এলাকা কুড়ালিয়া, আশ্রা, ধলপুর, নেদুর বাজার, গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইর বাইদ, কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাহার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় এ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু। যমুনায় রেল সেতু হচ্ছে। রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দেখা যায়। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। এবার করা হবে বেকারদের জন্য কর্মসংস্থান।
আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইয়াকুব আলী, মেয়র ছিদ্দিক হোসেন খান যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, যুবলীগ নেতা শিমুল মন্ডলসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available