স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর এই মেলা শেষ হবে। রংপুর বিভাগের ৩৫ উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২২ অক্টোবর মঙ্গলবার সকালে কৃষি মেলা উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলমের সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন।
মেলায় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম প্রমুখ।
মেলা উপলক্ষে র্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। মেলায় উন্নত কৃষিবীজ ও আধুনিক যন্ত্রপাতির ওপর ৪০টি স্টল বসানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available