বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাকে (৫০) অপহরণ করে নিয়ে গেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ সদস্যরা।
১৪ জানুয়ারি রোববার বিকালে রুমা বগালেক সড়কের হারমন পাড়া এলাকার রুংতং ঝিড়ি নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণ করার পর পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে কেএনএফ সদস্যরা। পরিবারের সূত্রে বিষয়টি নিশ্চিত করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি এনজিও সংস্থার কাজে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও লীন প্রকল্পের কর্মচারীসহ বেশ কয়েকজন দুটি গাড়ি করে কেউক্রাডং গিয়েছিলেন। কাজ শেষ করে ফেরার পথে বগালেক এলাকায় রুংতং ঝিড়ি স্থানে পৌঁছালে তাদের গাড়ির পথ রোধ করে কেএনএফ সদস্যরা। পরে চেয়ারম্যান উহ্লামং মারমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এবং বাকীদের ছেড়ে দেয়।
পলিপ্রাংশা ইউপি সদস্য অংসা প্রু মারমা বলেন, ‘আমি আর চেয়ারম্যান এক গাড়িতে ছিলাম। কাজ শেষ করে গাড়ি করে রুমার দিকে আসছিলাম। বগালেক এলাকায় কেএনএফ সদস্যরা চেয়ারম্যানকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। চেয়াম্যানকে রেখে সাথে থাকা অন্যদের ছেড়ে দেয়।’
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক বলেন, ‘পাইন্দু ইউপি চেয়ারম্যানকে কেএনএফ সদস্যরা অপহরণ করেছে বলে তার পরিবার আমাকে জানিয়েছে। তার স্ত্রীকে কেএনএফ সদস্যরা ফোন করে মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available