• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১১:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১১:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কারাবন্দির মৃত্যু

৩ আগস্ট ২০২৩ সকাল ০৯:৫৩:৪১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কারাবন্দির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুখ কুমার (৪৯) নামে কারাবন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের দিল্লির বিলাসপুর উপজেলার খেরট এলাকার বাসিন্দা।

২ আগস্ট বুধবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ কারাবন্দির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাবন্দি অসুখ কুমার অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অসুখ কুমারের নামে নেত্রকোণা জেলার বারহাট্টা থানায় মামলা রয়েছে। তার আরপি নম্বর-১৮/২৩। টি আর-৭৬/২১, জি আর-১২১(২)১৯, বারহাট্টা থানার মামলা নং-২৪(৭)১৯।

অসুস্থ থাকায় গত ২৭ জুলাই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এরপর থেকে ৬ বার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩