• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:১৩:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:১৩:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবিতে আরও ১ মরদেহ উদ্ধার

১৮ জুলাই ২০২৩ বিকাল ০৫:০৪:৫৪

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবিতে আরও ১ মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সদরঘাটের ওয়াটার বাস ডুবির ঘটনায় মো. নুহিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দক্ষিন কেরানিগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. নাসিরের ছেলে।

জানা যায়, পরিবারের সাথে বসবাস করতেন নিহত নুহিন। লেখাপড়া শেষ করে উন্নত জীবনের আশায় কানাডা যাওয়ার কথা থাকলেও ওয়াটার বাস ডুবির ঘটনায় তার অকাল মৃত্যু হয়। সে রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে সেলসম্যনের কাজ করতো।

নিহতে ফুফু সালেহা বেগম জানায়, রোববার রাতে ওয়াটার বাস ডুবির পর থেকেই আমরা নুহিনের সন্ধানে নদীর পাড়ে বসে ছিলাম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজন উদ্ধার করে আর ভাবি এই বুঝি নুহীনকে পাওয়া গেলো। কিন্তু সোমবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার পরও নুহিনের কোন খোঁজ না পাওয়ায় ওর বাবা নাসির মালয়েশিয়া থেকে দেশে আসে। বাবা হয়তো ভেবেছিলো ছেলেকে জীবিত দেখতে পাবে কিন্তু সোমবার সকালে নুহিনের মরদেহ উদ্ধার হলো।

সদরঘাট নৌ পুলিশের এসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াটার বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হলেও পরবর্তীতে ভাসমান কোন মরদেহ পাওয়া গেলে তার প্রস্তুতি হিসেবে আমাদের টহল অব্যাহত ছিলো। টহল চলাকালীন রাত সাড়ে ১০ টায় মিলবার এলাকায় একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওয়াটার বাস ডুবিতে নিখোঁজ নহিনের স্বজনরা লাশটি শনাক্ত করে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নুহিন নিখোঁজ থাকার ঘটনায় ও পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঝাড়খণ্ডে ভরাডুবি হলো ক্ষমতাসীন বিজেপির
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৩৬



সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:০৭

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬