হাবিপ্রবি প্রতিনিধি: কোটা সমস্যার যৌক্তিক ও ইতিবাচক সমাধানের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
১১ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই মিছিল ও সমাবেশ শুরু করে হাবিপ্রবি ছাত্রলীগ। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্বিবদ্যালয় সংলগ্ন মহাসড়কের উপর দিয়ে ১ নং ফটক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়ে যায়।
‘শেখ হাসিনার মূলনীতি; তারুণ্য, মেধা, প্রযুক্তি’, ‘ছাত্রলীগের আহ্বান, যৌক্তিক সমাধান’ এসব শ্লোগানে উক্ত মিছিল ও সমাবেশটি জমিয়ে তোলেন উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা।
উক্ত মিছিল ও সমাবেশে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আকাশ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকের এই কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে হাবিপ্রবি ছাত্রলীগের মিছিল। ছাত্রলীগ সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবেন। বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই চায় যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস, পরীক্ষা চলুক। তারই লক্ষ্যে হাবিপ্রবি ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা চেষ্টা করছি কীভাবে শিক্ষার্থীদের একটি সুন্দর ডাইনিং সুবিধা দেওয়া যায়, টিএসসিতে পড়াশোনা চর্চার পরিবেশ নিশ্চিতকরণ, কেন্দ্রীয় লাইব্রেরি প্রশস্তকরণ, খেলার মাঠ সংস্কারসহ নানাবিধ শিক্ষার্থীবান্ধব কাজ করার। শেখা হাসিনা সরকারই একমাত্র শিক্ষার্থীবান্ধব সরকার। যিনি তরুণ প্রজন্মের কথা ভাবেন। দেশকে এগিয়ে নেওয়ার কথা ভাবেন। সরকার পক্ষই কিন্তু কোটার যৌক্তিক সংস্কারের জন্য হাইকোর্টে রিট করেছিল।
হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তাদের মনে যে অনুভূতি তৈরি হয়েছে আমরা ছাত্রলীগ পরিবার তাদের সেই অনুভূতিকে সম্মান করি এবং ভালোবাসি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available