• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

‘তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত বশেমুরবিপ্রবি

১৫ জুলাই ২০২৪ সকাল ০৮:২৪:১০

‘তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: ‘তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ১৪ জুলাই রোববার রাতে কোটা সংস্কারে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে এসব স্লোগান দিতে থাকেন।

রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হল থেকে আবাসিক শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করেন। পরে সাড়ে ১১টার দিকে লিপুস ক্যান্টিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ঘুরে, বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিল করেন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের সামনে জড় হয়ে একই স্লোগান দিতে থাকেন তারা। যা প্রায় সাড়ে ১২টা পর্যন্ত চলে।

বিক্ষোভ মিছিলকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার’, ‘কে বলেছে? সরকার, কি বলেছে? রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি জানিয়ে যখন সারাদেশে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩