• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৬:৫৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৬:৫৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নৌবাহিনীর সহযোগিতায় কুতুবদিয়া থানার কার্যক্রম শুরু

১০ আগস্ট ২০২৪ বিকাল ০৩:২১:১২

নৌবাহিনীর সহযোগিতায় কুতুবদিয়া থানার কার্যক্রম শুরু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর নিরাপত্তায় কুতুবদিয়া থানার কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। ১০ আগস্ট শনিবার থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।

কুতুবদিয়া থানায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। তিনি বলেন, নৌবাহিনীর সহযোগিতায় তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে পুলিশের ২০ জন কর্মকর্তা যোগদান করেছে। বাকিরাও চলে আসতেছে বলে জানান তিনি।

বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার চৌধুরি আল হায়াত মাহমুদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কুতুবদিয়ায় যে কোন নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী একাগ্রতার সাথে কাজ করছে। সেই সাথে দ্বীপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে টহল কার্যক্রম পরিচালনা করছি।

নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার আরও বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা ও সদস্যরা নিয়োজিত রয়েছে। কুতুবদিয়ায় সাধারণ মানুষের জানমাল ও তাদের সার্বিক সুরক্ষায় নৌ-সদস্যরা কাজ করে যাচ্ছে।

দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় অস্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র-জনতার সাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন স্থানে ডাকাতি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হলে পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় কর্মবিরতিতে যায়। ফলে, এই সময়ের মধ্যে কুতুবদিয়ায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। সারাদেশের ন্যায় কুতুবদিয়া থানায় স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগে নৌবাহিনী সহযোগিতা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০