মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সি ডি জি এম দারুল উলুম ফাতেমাতুজ্জোহুরা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিম খানার ১ম হাফেজা উম্মে হাবিবার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজী মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার সভাপতি মো. আব্দুল বাকী।
বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, মাদরাসার হিসাব রক্ষক সুজন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, হাফেজা বিভাগের প্রধান মোছা. সুমাইয়া খাতুনসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, আমাদের মাদরাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এখানে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠ দান করে থাকেন। আমাদের চারটা গ্রাম নিয়ে এই মাদরাসাটি অবস্থিত। এই চার গ্রামের মধ্যে এই প্রথম একজন মহিলা হাফেজা বের হলো। এটা আমাদের সকলের জন্য গর্বের। আমরা চাই প্রত্যেকটা পরিবার থেকে একজন হাফেজা তৈরি হোক।
অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available