খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া এলাকার সড়ক দুর্ঘটনায় ৪ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। ২৯ সেপ্টেম্বর রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা খোকন জানান, প্রতিদিনের মত আজও এই শিশু গুলো স্থানীয় কুঠিপাড়া জামে মসজিদে কোরআন শরীফ পড়তে মসজিদে যায়। কোরআন শরীফ পড়ে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে কুষ্টিয়া দিকে যাওয়ার সময় কালো রঙের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু গুলোর উপর দিয়ে উঠিয়ে দিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে হানিফ মণ্ডলের মেয়ে মিম (১০), সুমাইয়া তানজিলা (১১), মো. পালন সরদারের মেয়ে মারিয়া (১০), মো. হেলাল উদ্দিনের মেয়ে যুথী (১০) নিহত হয় এবং আনারুলের কন্যা ফাতেমা (১০) গুরুতর আহত হয়।
কুঠিপাড়া জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুল হক জানান, প্রতিদিন ফজরের নামাজ শেষে এলাকার অনেক শিশু কোরআন শরীফ পড়তে আসে। নিহত ও আহত শিশুগুলোর বাড়ি একই পাড়ায় হওয়ার ওরা কজন একসাথে আসা যাওয়া করে। মসজিদ থেকে অনুরূপ আজও পড়া শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এমন মৃত্যু আগে কখনো দেখিনি এ মৃত্যু মেনে নেয়ার মতো নয়।
এদিকে সকাল থেকেই এলাকাবাসী কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রাস্তার দুই প্রান্তে শত শত গাড়ি আটকে আছে। বিক্ষোভকারীরা ঘটনার বিচার দাবি জানাচ্ছেন।
পরিস্থিতি শান্ত করতে খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিহত ও আহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয় এবং বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাসুম বাচ্চাদের করুন মৃত্যু মেনে নেয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। নিহতদের লাশ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ আন-নুর যায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচলের জন্য পুলিশ কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available