চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে শহীদ শেখ আবু নাসের স্মৃতি জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত ফাইনালে শহীদ তাজউদ্দিন ঢাকা বিভাগকে হারিয়ে ৯ উইকেটে বিজয়ী হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় ১০ মে শুরু হয় এবারের আসর।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
টুর্নামেন্টের সমন্বয়কারী ও বিবিসিসি কাউন্সিলর মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান।
এছাড়া, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, টুর্নামেন্টের ভেন্যু চেয়ারম্যান এস এম জমির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available