খেলা ডেস্ক: নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ১৩ অক্টোবর শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। কিউইদের ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রাচিন রবীন্দ্রকে হারায় নিউজিল্যান্ড। ৯ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ আউট হন এ বাহাতি ব্যাটার। কিন্তু দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসন মিলে গড়ে ফেলেন ৮০ রানের জুটি। অবশেষে এই জুটিটি ভাঙলেন সাকিব আল হাসান। ৪৫ রানে সাজঘরে ফিরেছেন কিউই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৬৬ রান। উইলিয়ামসন ৭২ আর ড্যারেল মিচেল ৩২ রানে অপরাজিত আছেন।
জয়ের জন্য নিউজিল্যন্ডের প্রয়োজন ৯৬ বলে ৭৭ রান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available