রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: ২১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
তারই প্রেক্ষিতে সরকারের প্রজ্ঞাপনের আলোকে রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এই কমিটির অনুমোদন দেন। ৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা হলেন আহবায়ক (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এবং সদস্য সচিব (পদাধিকার বলে) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা।
এছাড়া এ্যাডহক কমিটির বাকি ৫ সদস্য হলেন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, রাজু আহম্মেদ ও হ্লাসিংমং মারমা, ক্রীড়ানুরাগী ক্যাটাগরিতে শামীম আহম্মেদ রুভেল, ক্রীড়া সংগঠক ও ছাত্র ক্যাটাগরিতে হলামংসিং মারমা এবং ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই এডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে জানা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available