• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০১:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০১:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রাষ্ট্র আলোচনায় না বসলে তিতুমীর শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

১০ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৬:৫৭

রাষ্ট্র আলোচনায় না বসলে তিতুমীর শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ হিসেবে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ‘ডেথ অব এডুকেশন’ কর্মসূচি পালন করেছে।

১০ নভেম্বর রোববার বেলা সাড়ে ১২টায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এ র‍্যালি আয়োজন করে।

ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে এসে তাদের বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবির যৌক্তিকতা তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, রাষ্ট্রপতি, ইউজিসি থেকে শুরু করে প্রতিটি গণমাধ্যমে আমাদের দাবিগুলো পৌঁছে দিয়েছি এবং যৌক্তিক কারণগুলো তুলে ধরেছি। গত কর্মসূচিতে আমরা উল্লেখ করেছিলাম, আপনারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করুন। কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা হয়নি।

শিক্ষার্থীরা বলেন, আমরা আগেই বলেছিলাম, সাত কলেজকে আমাদের সঙ্গে যুক্ত করবেন না। আমরা তিতুমীরকে এককভাবে বিশ্ববিদ্যালয় চাই। বাকি ছয়টি কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আছে। সেদিন বলা হয়েছে, তিতুমীর নাকি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার পক্ষে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, তিতুমীর তাদের সঙ্গে নেই। তিতুমীরের বর্তমান ৩৫ হাজার শিক্ষার্থীর সম্মিলিত দাবি, তিতুমীর কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হোক।

এদিকে তিতুমীর ঐক্যর ফেসবুক পেইজে দেয়া ঘোষণাতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের লক্ষ্যে তিতুমীর ঐক্য'র সাথে রাষ্ট্র আলোচনায় না বসলে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩