• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৪:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৪:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৫:৫২

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, স্বাস্থ্য খাতে অনেক ধরনের সমস্যা রয়েছে। সমস্যাগুলো সমাধান করতে হলে আগে নিজেদের বুঝতে হবে। আর সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব।

২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে শিবপুর উপজেলায় মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এসব কথা তিনি বলেন। সুস্থ সচেতন থাকতে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে উপদেষ্টা নুরজাহান বলেন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অল্প বয়সে মেয়েদের বাল্য বিয়ে দেওয়া যাবে না। বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে। এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচাল নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা নরসিংদী শিলমানন্দীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, সদর ও জেলা হাসপাতাল আকর্ষিকভাবে পরিদর্শন করেন। এসময় বিভিন্ন ডাক্তার ও রোগীদের খুঁজ খবরসহ নানান সমস্যার কথা শুনেন এবং সার্বিক বিষয় নিয়ে অবগত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩