ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ৮১৯টি পরিবারের মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গরু, হাঁস, মুরগী, ঢেউটিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে ১ আগস্ট মঙ্গলবার দুপুরে বিডি হলে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এ সময় ৮১৯টি পরিবারের মধ্যে ১২৪ জনকে ২টি করে ভেড়া, ২ বান ঢেউটিন ও ৪টি সিমেন্টের পিলার, ১৮৫ জনকে ২০টি করে হাঁস ও ২০টি করে মুরগী, ৪১ জনকে ৪১টি গরু প্রদান করা হয়।
অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ৭টি হুইল চেয়ার ও ২টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।
৮১৯টি পরিবারের মধ্যে মঙ্গলবার ৫৩৫টি পরিবারের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মধ্যেও এসব উপকরণ বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available