কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় অনেক গ্রাম পানির নিচে ডুবে রয়েছে। টানা বৃষ্টি ও ভাংগা বেড়িবাঁধে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল ডুবেছে। উপজেলা ছয়টি ইউনিয়নে ১০টি স্লুইসগেট, ৫০টিরও অধিক কালভার্ট, বেড়ীবাঁধ বিলীন ও পানি চলাচলের স্থানে বিভিন্ন স্থাপনা ও বাঁধ নির্মাণের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন দ্বীপের সচেতন মহল।
জানা যায়, উপজেলার ১০টি স্লুইসগেটে পানি বন্ধ করে প্রভাবশালীরা মাছ শিকার করে। এতে বৃষ্টির পানি দ্রুত সাগরে যেতে না পারায় ছয়টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানির নিচে ডুবে রয়েছে।
এছাড়াও বিভিন্ন কালভার্টেও একই অবস্থার সৃষ্টি করছে। আবার কিছু কিছু স্থানে প্রভাবশালীরা পানি চলাচল বন্ধ করে রেখেছে। এতে রোপা আমন এবং আগাম রবি ফসলসহ মাছের প্রজেক্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, বেড়িবাঁধ বিলীন হওয়ায় বায়ু বিদ্যুৎ এলাকায় নিয়মিত জোয়ার-ভাটায় পরিণত হয়েছে। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালীর বদরু মাঝিসহ ১৬ জন মাল্লা নিয়ে মাছ ধরার একটি নৌকার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয়রা।
উপজেলার কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে কৃষকের আউশ ধান ৩৮৪ হেক্টর, আমন বীজতলা ২৪ হেক্টর, আমন ধান ১১৯ হেক্টর ও সবজি ৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরি বলেন, ইতোমধ্যে পানি বন্দি এলাকাগুলো পরিদর্শন করে গ্রাম পুলিশের সহযোগিতায় সব কালভার্টগুলো খুলে দেয়া হয়। পরবর্তীতে পানি যাতে বন্ধ করতে না পারে তার জন্য স্থানীয় ইউপি সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available