রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জ ও চনপাড়ায় ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।
২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয় ও চনপাড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো. মুন্না খাঁন, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, শমসের আলী প্রমুখ।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার বাবা গোলাম দস্তগীর গাজী যাদের ভালোবাসেন আমি তাদের সাথে আছি। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি রূপগঞ্জের রাজপথে আছি।
তিনি বলেন, গেল নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে। যারা আমাদের ক্ষতি করেছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের বিরোধী দলের নেতারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না। তারা ফিলিস্তিনের বিপক্ষে গেছেন। তিনি আরও বলেন, সবাই আমাকে উপজেলা নির্বাচন করার কথা বলছে। আমি সবার কাছে দোয়া চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available