চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন ছাতিয়ানী গ্রামসহ অন্যান্য এলাকার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য উপকরণ বিতরণ করেছেন কুমিল্লা র্যাব-১১ এর সদস্যরা।
চলমান বিতরণ কার্যক্রমে বন্যার্ত এলাকায় উপস্থিত ছিলেন কুমিল্লা র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সিপিসি-২ এর দীপক মজুমদার। এ সময় তিনি বলেন- আমরা জনগণের পাশে থেকে যেকোন অবস্থায় যেকোনো বিপদে কাজ করতে চাই। এ কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে প্রায় ১০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন র্যাব ১১ এর কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা। কুমিল্লায় র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ভূমিকা রেখে আসছেন।
তারই অংশ হিসেবে বন্যা কবলিত মানুষের মাঝে বন্যার শুরু থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা দিয়ে আসছে। আগামী দিনগুলোতেও র্যাবের এ ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available