• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরকারি খাল বন্ধ করে রাস্তা নির্মাণের অভিযোগ

২৭ জুলাই ২০২৪ সকাল ০৯:০৭:৫৪

সরকারি খাল বন্ধ করে রাস্তা নির্মাণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর গ্রাম সংলগ্ন ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী সরকারি খুলনা-কালিয়া ওয়াপদা বড় খালের পানি প্রবাহের পথ বন্ধ করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, এ বাঁধ নির্মাণের সাথে সরাসরি জড়িত রয়েছেন মৎস্য ঘের মালিক শিব বর্মন। এলাকবাসীর দাবি, অতি দ্রুত খালের বাঁধ অপসারণ করে পানি প্রবাহ উন্মুক্ত করা হোক।

২৭ জুলাই শনিবার সকালে সরেজমিন জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালীদের হাতে রেখে প্রায় এক বছর নিজের সুবিধা মতো খালের ওপর বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত করে চলেছেন ঘের মালিকের সংঘবদ্ধ দল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রান্তিক চাষিরা। তারা অতি দ্রুত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি জানান।

সরকারি খালে বাঁধ দেয়ার বিষয়ে শিব বর্মন ভুল স্বীকার করে বলেন, প্রশাসনের কেউ কিছু বলেননি। প্রশাসন থেকে আপত্তি করলে বাঁধটি কেটে দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারোর ব্যক্তিস্বার্থে খালে বাঁধ দেয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩