• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৭:০০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৭:০০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে রাতারাতি খাল ভরাট করে দখল, ক্ষোভ গ্রামবাসীর

১৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫:৩১

নবাবগঞ্জে রাতারাতি খাল ভরাট করে দখল, ক্ষোভ গ্রামবাসীর

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকায় সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ উঠেছে ওই এলাকার সোহেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দেশের চলমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে প্রশাসনের কম নজরদারি থাকায়, এ সুযোগ কাজে লাগিয়ে সরকারি খালটি বালু দিয়ে রাতারাতি ভরাট করে দখলে নেন। ব্রিজের নিচে নেট জাল ও বাঁশ-খুঁটি দিয়ে মুখ বন্ধ করে বালু ভরাট করা হয়েছে।  

স্থানীয়রা জানায়, এটি একটি পুরোনো খাল। খালের উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে। ফলে ব্রিজের নীচ দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। গ্রামের বৃষ্টির পানি এই ব্রিজের নীচ দিয়ে চলাচল হয়ে পানি নিষ্কাশন হতো। কিন্তু এভাবে খালটি দিনদিন ভরাট করায় এখন আর দেখে কেউ খাল মনে করবে না। তারা আরও জানায়, বিগত সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে এই খালটি দখলে নেয় পাশে মালিকানা জমির মালিক। এভাবে সরকারি এই পুরোনো খাল ভরাট করে দখলে নেওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা।  

জানা গেছে, ঈমান নগর মৌজায় এই সড়কটি সাদাপুর, মাঝিরকান্দা, ধাপারিসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের প্রধান সড়ক। আশপাশে প্রায় শতাধিক বাড়িঘর রয়েছে। একসময় বাড়িঘরের পানি এই ব্রিজের নীচ দিয়ে খাল হয়ে নিশিকান্দা ব্রিজের নিচে খালে প্রধান খালে পানি নিষ্কাশন হতো। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আশপাশে আরও একাধিক ব্যক্তি ক্রয়কৃত জমির সাথে সরকারি খাল ভরাট করে দখলে নিয়েছে। এতে দিনদিন ভোগান্তি বাড়ছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।

এ বিষয়ে কথা বলতে সোহেলের সাথে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। তবে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। তবে খাল ভরাট করে দখলের কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে খালটি দখলমুক্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২